কুমিল্লা নগরীতে ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নগদ টাকাসহ মো. ফারুক (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ জুন) বিকালে নগরীর ১৭নং ওয়ার্ড পাথুড়িয়া পাড়া থেকে তাকে আটক করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃত যুবক কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুলাবাড়ী এলাকার ছাদেক মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে প্রায় ২০০ ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নগদ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়। যুবককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh