Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে ইউপি নির্বাচনে জয়ী যারা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২২, ১২:২৩

কক্সবাজারে ইউপি নির্বাচনে জয়ী যারা

বিজয়ী প্রার্থীরা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার দুই ইউপিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।

কালারমারছড়ায় ১৯৩৪২ ভোটে চেয়ারম্যান হয়েছে আওয়ামী লীগের প্রার্থী তারেক বিন ওসমান শরীফ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতারুজ্জামান বাবু পেয়েছেন ৫৭৫৪ ভোট। 

অন্যদিকে, বড়মহেশখালীতে ৮৪৭৪ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ বাবুল ও তার নিকটতম নৌকার প্রার্থী মোস্তফা আনোয়ার পেয়েছেন ৬৭৬২ এবং আরেক নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল্লাহ আল নিশান পেয়েছেন ৬৬০৭।

গতকাল বুধবার (১৫ জুন) ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় সন্ধ্যার আগেই কেন্দ্র ভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হয়। নবম ধাপে কক্সবাজার জেলায় শুধুমাত্র এই দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের বিপুল সদস্য নিয়োজিত ছিলেন। সেই সাথে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫