Logo
×

Follow Us

বাংলাদেশ

সরিষাবাড়ীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২২, ১৫:৪৪

সরিষাবাড়ীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

বজ্রপাতে মৃত শাকিল মিয়া। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে শাকিল মিয়া (১৪) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বিলে এ ঘটনা ঘটে। 

মৃত শাকিল ওই গ্রামের কৃষক আনোয়ার হোসেনের ছেলে ও শুয়াকৈর জমশের আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো।

পরিবারের বরাত দিয়ে কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, সকালে বৃষ্টি চলাকালে শাকিল বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে তিনি আহত হয়ে বিলের পানিতে পড়ে যান। পরিবারের লোকজন শাকিলকে খোঁজতে বিলপাড়ে গেলে তাকে পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, শুক্রবার সকালে বজ্রপাত ঘটনায় শাকিল নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫