৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের আগুন। ভেতরে একটি নির্মাণাধীন কারখানার পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে।
আজ শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায়
আগুনের প্রাথমিক সূত্রপাত হলেও সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস লাইন ফেটে বিস্ফোরণ হয়ে
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ৯ ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টায়
আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের বিভিন্ন ৯টি
ইউনিট।
নারায়ণগঞ্জ ফায়ার
সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট
ও ৬৫ জন দক্ষ কর্মী ইতোমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত পরে বলা
যাবে। কোনো হতাহত নেই।
তিনি জানান, গ্যাস লাইনে গ্যাস সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে
আনা যায়নি। এখন গ্যাস সরবরাহ বন্ধ হওয়াতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং
চলছে।
বিষয় : আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণ
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh