Logo
×

Follow Us

বাংলাদেশ

পাবনায় সাপের ছোবলে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২২, ১৭:১০

পাবনায় সাপের ছোবলে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নে সাপের ছোবলে সুলতানা খাতুন (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সুলতানা খাতুন চাকলা পূর্বপাড়া গ্রামের শাহানুর প্রামানিকের স্ত্রী।

গতকাল শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

নিহতর পরিবার সূত্রে জানা যায়, সুলতানা তার গরুর গোয়ালে ঘাস দিতে গেলে সাপ তার পায়ে ছোবল দেয়। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন প্রথমে পা বেঁধে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে বেড়া সওদাগরপাড়ার এক সাপুড়ের কাছে নিয়ে গেলে রোগী মারা যান।

পরে পরিবারের লোকজন রাত সাড়ে ৯ টার দিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

পরিবারের লোকজন জানান, নিহত সুলতানার চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

এ বিষয়ে চেয়ারম্যান মো. ইদ্রিস আলী জানান, সুলতানা খাতুনকে সাপে ছোবল দেয়, বিভিন্ন জায়গায় চেষ্টা করার পরেও বাঁচাতে পারেনি। 

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেজাউল হামিদ জানান, রোগীর পরিবার মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫