Logo
×

Follow Us

বাংলাদেশ

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার আইসসহ আটক ১

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ১৩:৩০

 টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার আইসসহ আটক ১

সাড়ে ৫ কোটি টাকার আইস। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৩৫৪ গ্রাম আইসসহ হাবিবুল্লাহ (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করে বিজিবি। জব্দকৃত আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা। 

আজ বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে টেকনাফের হ্নীলা মৌলভীবাজার সীমান্ত থেকে হাবিবুল্লাহকে আটক করা হয়। 

হাবিবুল্লাহ হ্নীলা মৌলভীবাজারের মৃত ইসলাম মিয়ার পুত্র। 

বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর এবং খারাংখালী বিওপির বিশেষ টহল দলের যৌথ টহল দেওয়ার সময় নাফনদী সাঁতার কেটে এসে এক ব্যক্তি বিজিবি দেখে কাদার মধ্যে লুকিয়ে যায়। তখন বিজিবি সদস্য তাকে দেখতে পেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এরপর তাকে ধাওয়া করে আটকের পর তার কোমরে অভিনব কায়দায় বাঁধা ৫ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৩৫৪ গ্রাম আইসের চালান পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আসামির বিরুদ্ধে জব্দকৃত আইসসহ অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫