Logo
×

Follow Us

বাংলাদেশ

পিরোজপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ১৬:১১

পিরোজপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী। ছবি: পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে টগড়া মোড় থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মো. মাহামুদ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার (২৫) ও মো. ছালাম সরদারের ছেলে শহিদুল সরদারকে ২ কেজি গাঁজাসহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫