Logo
×

Follow Us

বাংলাদেশ

‘হাওরবাসীর সমস্যা উত্তরণে একসাথে কাজ করতে হবে’

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ২১:৪৭

‘হাওরবাসীর সমস্যা উত্তরণে একসাথে কাজ করতে হবে’

হাওরবাসীদের ত্রাণ দিচ্ছেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ। ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি

বন্যায় কবলিত এলাকাগুলোতে সহযোগিতা অব্যাহত থাকবে আশ্বাস দিয়ে পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বলেছেন, হাওরবাসীর সমস্যা সমাধানে একসাথে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণের সময় আইজিপি বেনজীর আহমেদ  এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, হাওরাঞ্চলে যেখানে যোগাযোগ ভালো সেখানে ত্রাণ নিয়ে সবায় যায়। আমি অনুরোধ করবো হাওরাঞ্চলে যেখানে সহজেই যাওয়া যায় না, হাওরের দুর্গম গ্রাম, সীমান্তবর্তী গ্রাম ও দূরবর্তী প্রত্যন্ত গ্রাম গুলোতে সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করতে। 

এসময় উপস্থিত ছিলেন- পুলিশের সিলেট রেঞ্জের (ডিআইজি) মফিজ উদ্দিন আহমদ, অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় সরকার, সুনামগঞ্জ পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ) মিজানুর রহমান বিপিএম), সুনামগঞ্জ পুলিশ লাইনের স্তবক ইনচার্বিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, নৌপুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইসলাম, তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার, বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিয়া, বালিজুরী ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসাইন প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫