পাটুরিয়া-আরিচাঘাটে ঘরমুখো যাত্রীর ঢল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ১৩:৫৯

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট
নৌ-পথে ঈদে ঘরমুখো
যাত্রীর ঢল নেমেছে। রাজধানীসহ
দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া
ও আরিচা-কাজীরহাট নৌ-পথে ফেরি
পারাপারের জন্য ঘাট এলাকায়
আসা বাস, কোচ, ট্রাক
ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের যাত্রীর ঘাট এলাকায় উপচে
পড়া ভিড় রয়েছে।
আজ
আরিচা অফিসের বিআইডব্লিউটি সূত্রে জানা গেছে, এ নৌপথে চলাচলরত বেশিরভাগ ফেরি পুরোনো। এ কারণে প্রতিদিনই প্রায় দু-একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে পড়ে থাকতে হয়। বর্তমানে এ নৌপথে ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ জানান, এ নৌপথে বর্তমানে ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদে ঘরমুখো যাত্রীদের কারণে বিভিন্ন যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় আরিচা ঘাট এরাকায় এ যানজটের সৃষ্টি হয়।