Logo
×

Follow Us

বাংলাদেশ

চাঁদাবাজকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ১৩:২৪

চাঁদাবাজকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর

তেঁতুলিয়া মডেল থানা। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গণপরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। গতকাল মঙ্গলবার (১২ জুলাই) উপজেলার ভজনপুর বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গণ পরিবহন থেকে চাঁদাবাজি করার সময় শাহ আলম (৪০) নামে এক জনকে আটক করে থানায়  নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্যরা আসামিকে ছিনিয়ে নিতে চায়। এসময় তারা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় এসময় সাব্বির (১৭) নামে আরো এক জনকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

আটককৃত শাহআলম উপজেলার ভজনপুর গ্রামের মৃত নুর ইসলামের পুত্র ও সাব্বির (১৭) ঠাকুরগাঁওয়ের ভুল্লি এলাকার আবুল হোসেনের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) জাহেরুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা, সরকারি সম্পদ নষ্টের চেষ্টা, গাড়ি ভাংচুরসহ মহাসড়কে চাঁদাবাজির ঘটনায় পৃথক দুটি মামলা করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫