
মোটরসাইকেলের সাথে অটোরিকশার সংঘর্ষ। ছবি: নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে মোটরসাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রতন মিয়া (৫৫) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলার জিনারদীর সাতরেকিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া ঘোড়াশাল পৌর এলাকার চামড়াবো গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সকালে অটোরিকশা চালক রতন মিয়া চামড়াবো বাজার থেকে যাত্রী নিয়ে সাতরেকিয়া বাজারে যাচ্ছিলেন। এসময় সড়কের অপর পাশ দিয়ে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোচালক রতন মিয়া মাথায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।