Logo
×

Follow Us

বাংলাদেশ

টেকনাফে অস্ত্র-মাদকসহ যুবক আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১৪:৫২

টেকনাফে অস্ত্র-মাদকসহ যুবক আটক

মাদক ও অস্ত্রসহ আটককৃত যুবক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মাদক ও দেশীয় অস্ত্রসহ এনামুল করিম (২৫) নামের চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (২৩ জুলাই) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

আটককৃত এনামুল করিম (২৫) টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মীর কাশেমের ছেলে।

অভিযানে ১০ হাজার ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ছাড়াও ২টি তলোয়ার, ১টি রাম দা, ২টি চাপাতি, ১টি দা ও ১টি হাতুড়ী উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, এ ব্যাপারে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫