Logo
×

Follow Us

বাংলাদেশ

যশোরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১৭:৫১

যশোরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

চোরাই মোটরসাইকেলসহ আটককৃতরা। ছবি: যশোর প্রতিনিধি

যশোরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৬ চোরাই মোটরসাইকেল, চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক  করেছে ডিবি পুলিশ। 

এসময় তাদের কাছ থেকে মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদপত্র তৈরির সরঞ্জাম, জাল রেজিস্ট্রেশন সনদ, বিভিন্ন সরঞ্জাম, ডিজিটারল নাম্বার প্লেট জব্দ করেছে। 

আটককৃতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের মফিজুল মোল্যার ছেলে রাকিবুল ইসলাম, মণিরামপুর উপজেলার জামজামি গ্রামের মিজানুর রহমানের ছেলে শোয়েব হোসেন, তারুয়াপাড়া গ্রামের শওকত আলী মোল্যার ছেলে বোরহান হোসেন, যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার বাদশা কসাইয়ের ছেলে হৃদয় হোসেন, ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের শাহাবুদ্দীন মন্ডলের ছেলে আনছার আলী।

যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে যশোর শহরের মনিহার সিনেমা হলের সামনে থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের সূত্র ধরে শুক্রবার গভীর রাত পর্যন্ত যশোরের বিভিন্ন উপজেলা ও মাগুরায় অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করে। 

এসময় ৬ মোটরসাইকেল, মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদপত্র তৈরির সরঞ্জাম, জাল রেজিস্ট্রেশন সনদ, বিভিন্ন সরঞ্জাম, ডিজিটারল নাম্বার প্লেট জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫