প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনোদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৩ জুলাই) বিকেলে প্রধান অতিথি থেকে নতুন ভবনের উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এমপি।
এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, নবীনগর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. হাবিবুর রহমান প্রমুখ।
এসময় সাংসদ এবাদুল করিম বুলবুল বলেন, চিকিৎসকের পাশাপাশি সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা থাকলে দেশের চিকিৎসা ব্যবস্থা বহুদূর এগিয়ে যাবে।
প্রসঙ্গত, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যায়ে এই উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করে। প্রতিদিন এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারীসহ শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসা
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh