Logo
×

Follow Us

জেলার খবর

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৫

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১০:০১

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৫

শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কা। ছবি: গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় পাঁচ পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আজ রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসের সাথে সংঘর্ষ হয়।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ বলেন, এ ঘটনায় পাঁচজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান রেলক্রসিংটি পরিদর্শন করেন। 

এসময় তিনি জানান, অতিক্রমের সময় অবশ্যই দেখেশুনে পারাপার হতে হবে। পরিবহন চালককে বেশি সতর্কতামূলক অবস্থানে থাকতে হবে বলেও জানান তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫