অবৈধ অস্ত্রসহ ডিবি পুলিশের হাতে আটক হওয়া ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার (চেয়ারম্যান) দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
আজ রবিবার (২৪ জুলাই) দুপুরে শহরের নীলটুলীতে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চেয়ারম্যান কর্তৃক নানাভাবে ক্ষতিগ্রস্ত কয়েকশ মানুষ অংশ নেন।
মানববন্ধনে ঈশান গোপালপুরের স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান মোল্লা সভাপতিত্বে বক্তব্য রাখেন- শেখ জামাল উদ্দিন, উজ্জ্বল সরকার, মোহাম্মদ আলী, অলিউল্লা পাটোয়ারী, আনোয়ার খান, নুরুল আমিন রাব্বি, মোল্লা হারুন মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মজনু (৪৬) একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনে তিন রাউন্ড গুলিসহ ডিবি পুলিশ আটকের পর ২৩ জুলাই আদালতে সোপর্দ করে। এসময় পুলিশের হাতে তিন রাউন্ড গুলিসহ আটক মজনুর সহযোগী মো. সোহেল মন্ডলকেও আদালতে সোপর্দ করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh