Logo
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ২২:০৭

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জে দ্রুতগামী ট্রাক্টরের চাপায় ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।

আজ সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের গুনারবাড়ি মোড়ে এ দুর্ঘটনায় ঘটে।

নিহত জহুরুল ইসলাম দক্ষিণ গুনারবাড়ি এলাকার গুলা মিয়ার ছেলে। তিনি দুই ছেলে ও এক কন্যার জনক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মেয়ে শ্যামলীকে শ্বশুরবাড়ি রেখে আসার জন্য বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। ভ্যানযোগে যাওয়ার পথে গুনারবাড়ি মোড়ে একটি ট্রাক্টর পেছন থেকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ পারভেজ জানান, ট্রাক্টরসহ চালক রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫