রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ২২:২১

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশের একটি নালা থেকে রোকন মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদ্বেশ্বরা গ্রামে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোকন মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার গাহবর কালিহান্দ এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম জানান, অজ্ঞাত মরদেহের খবর ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে মরদেহ তল্লাশি করে পকেটে একটি পরিচয়পত্র পাওয়া যায়৷ এই পরিচয়পত্রে মরদেহটির নাম-পরিচয় মিলে।
তিনি আরো জানান, আমরা মরদেহের বাড়ির সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেছি৷ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।