বরগুনায় মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ১৬:১০

প্রতীকী ছবি
বরগুনার বেতাগীতে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর জোয়ার করুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
ওই মাদ্রাসাছাত্র করুণা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম (২০), বর্তমানে আলিম ২য় বর্ষের ছাত্র। এর আগেও ওই মাদ্রাসাছাত্র ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন কারাবাস করেন।
জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে স্কুলের পাশে বাগানে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ওই এলাকার মাদ্রাসা ছাত্র জহিরুল ওই শিক্ষার্থীকে ডাক দেয় এবং বাগানের ভেতরে টেনে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারকে খবর দেয় সহপাঠীরা। সাদিয়ার মা এসে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে থানা পুলিশের সহযোগিতায় বরগুনা জেলা সদর হাসপাতালে আলামত পরীক্ষার জন্য পাঠান। এ ঘটনায় ওই ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেতাগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।