Logo
×

Follow Us

বাংলাদেশ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ১৫:২৮

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত বাবা। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নিজের কিশোরী মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে রানা মৃধা (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) রাতে বকশীগঞ্জ সদর ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যনগর (পূর্বপাড়া) গ্রামের সাক্কু মিয়ার ছেলে রানা মৃধা গত বুধবার তার স্ত্রীকে কৌশলে বাড়ি থেকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। এরপর ওই রাতেই রানা মৃধা নিজঘরে তার হাফিজিয়া মাদ্রাসা পড়ুয়া কন্যাকে ধর্ষণ করেন।

এদিকে ঘটনাটি মেয়ে তার মাকে মোবাইলে বিস্তারিত জানায়। পরে রানা মৃধার স্ত্রী বকশীগঞ্জ থানায় গিয়ে পুলিশের দারস্থ হন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাতে অভিযুক্তকে জামালপুর রাণীগঞ্জ যৌনপল্লী থেকে গ্রেপ্তার করে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, অভিযুক্ত রানা মৃধার বিরুদ্ধে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতকে জামালপুর আদালতে প্রেরণ করা ও মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫