Logo
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে গাঁজাসহ আটক ২

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ১৮:২৫

বরিশালে গাঁজাসহ আটক ২

গাঁজাসহ আটককৃত ব্যক্তি। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

আজ শনিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের চরকাউয়া খেয়াঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক মাদক কারবারিরা হলেন- খুলনার দৌতলপুর থানাধীন পালপাড়া রেল গেড সরোয়ার বাড়ির বাসিন্দা মৃত দুলাল শীলের ছেলে বিষু শীল ওরফে সুধীর (৩৩) ও চাঁদপুরের কচুয়া থানাধীন কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া ভাগিরা বাড়ির আব্দুল মতিনের ছেলে মো. আলমগীর হোসেন (৩১)।

মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলে জানানো হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা পৌনে ১টার দিকে চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। এসময় সেখানকটার আল আমিনের চায়ের দোকানের সামনে থেকে দুই মাদক কারবারিকে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়।

মিডিয়া সেলে জানানো হয়, কুমিল্লা অঞ্চল থেকে গাঁজার চালান বরিশালে নিয়ে এসে বিভিন্ন স্থানে পাইকারী হারে বিক্রি করে আসছিলো মাদক কারবারিরা। তবে জব্দকৃত মাদক কার কাছে নিয়ে এসেছিল সেটা জানার চেষ্টা চলছে।

তাছাড়া এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক দুইজনকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে বলে মিডিয়া সেলে জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫