ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ২২:০৩

প্রতীকী ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যার পরে উপজেলার চাঁচড়া রেলগেট এর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাহজাহান শেখ জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী রুপসা ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। চাঁচড়া রেলগেটের ৮৮ কিলোমিটার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। যশোর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যাবে।