Logo
×

Follow Us

জেলার খবর

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৩

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীর কালারমারছাড়া ইউনিয়নের ছারারলামা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আব্দুর শুক্কুর (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একজন পশু চিকিৎসক এবং হোয়ানক ইউনিয়নের ছনখোলাপাড়া গ্রামের বদিউর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী।  

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমি ক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিজ্জির পাড়া গ্রামের জয়নাল ডাকাত ও জাফর আলমের নেতৃত্বে হামলা চালালে আবদু শুকুর গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে৷ দোষীদের শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫