Logo
×

Follow Us

জেলার খবর

গাইবান্ধায় ফেনসিডিলসহ আটক ২

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ২২:২০

গাইবান্ধায় ফেনসিডিলসহ আটক ২

ফেনসিডিলসহ আটককৃত দুই যুবক। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ১৫৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- লিমন মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৮)। তারা দুজনেই রংপুর জেলার বাসিন্দা।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ীতে আসা হানিফ পরিবহন নামের এক যাত্রীবাহী বাস থেকে ওইসব ফেনসিডিলসহ তাদের আটক করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৮২৩২) থামিয়ে তল্লাশি করা হয়েছে। এতে ধৃত লিমন মিয়ার কাছে স্কুল ব্যাগে থাকা ৭৮ বোতল ও রফিকুল ইসলামের ব্যাগে ৮০ বোতল ফেনসিডিলসহ মোট ১৫৮ বোতল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫