Logo
×

Follow Us

জেলার খবর

মেহেরপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৩

মেহেরপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

মেহেরপুরে সদর উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শোলমারি গ্রামের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শোলমারি গ্রামের পাঠানপাড়ার দোয়াত আলীর ছেলে ছোট খোকন (৩৫) ও একই গ্রামের সামাদ আলীর ছেলে শাহ আলম ( ২৬)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৪টার দিকে ছোট খোকন ও শাহ আলম গবাদিপশুর ঘাস কাটার জন্য বাড়ির পাশে পাঠান পাড়ার একটি মাঠে যায়। সেখানে দু’জনে একসঙ্গে বসে ঘাস কাটার সময় তাদের পাশে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দু’জন মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাদের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫