Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৯

নাটোরে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় বজ্রপাতে ফাতেমা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামের আ. মান্নানের স্ত্রী। 

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী জানান, মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির মধ্যেই গৃহবধূ ফাতেমা বেগম বাড়ির হাঁস নিয়ে মাঠে যায়। অনেক সময় পার হওয়ার পরেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে মাঠে পড়ে থাকতে দেখে বাসায় নিয়ে আসে। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫