Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৮

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

মোবারকগঞ্জ রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, সন্ধ্যা ৭ টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের একটি বগিতে উঠার জন্য ঝুলছিলেন ওই বৃদ্ধ। এরপর হঠাৎ তিনি ট্রেন লাইনের উপর পড়ে যান। এসময় ট্রেনটি তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়। 

মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান আলী জানান, মরদেহটি উদ্ধারের জন্য যশোর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। সাময়িকভাবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখে অন্য একটি লাইনে চলাচল স্বাভাবিক রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫