Logo
×

Follow Us

জেলার খবর

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৬

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এগারো বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সবুজ বড়ুয়া নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ফউজুল আজিম এই রায় দেন।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম সেন্টু সাম্প্রতিক দেশকালকে বলেন, এগারো বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ ডিসেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার মুরাদপুর এলাকায় ১১ বছরের শিশুটি গাছের পাতা কুড়াতে গেলে তাকে একা পেয়ে সবুজ বড়ুয়া ধর্ষণ করে। এ ঘটনা শিশুর পরিবার রাঙ্গুনিয়া থানায় একই বছরের ৯ ডিসেম্বর মামলা করে। এরপর ২০১৪ সালের ৪ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৫ সালের ১ জুন চার্জ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার ১৪ সেপ্টেম্বর রায় দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫