Logo
×

Follow Us

জেলার খবর

পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় দুই শিক্ষককে এক লাখ টাকা জরিমানা

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ২১:২৭

পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় দুই শিক্ষককে এক লাখ টাকা জরিমানা

পঞ্চগড় জেলার মানচিত্র।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষক মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসায় তাদের এই জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে ওই দুই শিক্ষক পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। একইসাথে কেন্দ্রে তাদের কোনো দায়িত্ব ছিলো না। এ কারণে পাবলিক পরীক্ষা আইনে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং মিজানুর রহমান মাগুরমারি চৌরাস্তা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫