Logo
×

Follow Us

জেলার খবর

চৌহালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৩

চৌহালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত আয়েন উদ্দিন মন্ডল। ছবি: সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আয়েন উদ্দিন মন্ডল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মানিক (২৩) ও আরোহী ইমরান (২২) গুরুতর আহত হয়েছেন। নিহত আয়েন উদ্দিন খাষপুখুরিয়া ইউনিয়নের উত্তর খাষপুখুরিয়া গ্রামের মৃত জিয়াতুল মোল্লার ছেলে। 

খাষপুখুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কোদালিয়া বাজার সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েন উদ্দিন মন্ডল ইউনিয়ন পরিষদে যাচ্ছিলো এসময় চৌহালীর জোতপাড়া অভিমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আয়েন উদ্দিনকে গুরুত্বর আহত অবস্থায় নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। আহত চালকের অবস্থাও আশঙ্কাজনক।

চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মোটরসাইকেল দুর্ঘটনায় আয়েন উদ্দিন মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল চালক মানিক ও আরোহী ইমরান আহত হয়েছে। তদেরকে টাংগাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫