Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৬

টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের হোইয়াক্যং লম্বাবিল এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- ফাতেমা আক্তার (১৯) ও তার দুই মাস বয়সী ছেলে সোয়াদ। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

ফাতেমা আক্তার টেকনাফের লম্বাবিল এলাকার বাসিন্দা আবুল কাশেমের স্ত্রী। উক্ত ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মনিরুল ইসলাম। 

মনিরুল জানান, দুপুরে সিএনজিটি টেকনাফ থেকে যাত্রী নিয়ে উখিয়া অভিমুখে যাচ্ছিলেন ট্রাকটি বেপরোয়া গতিতে টেকনাফ যাচ্ছিলো, লম্বাবিল এলাকায় ট্রাকটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়। আহত হয় আরো দুইজন। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদেরও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫