গাইবান্ধায় বাবার সাথে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৮

পানিতে ডুবে মৃত শিশুর লাশ। ছবি: গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাবার সাথে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে রাফি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা মো. শাফি মিয়া উপজেলা সদরের কুটিবাড়ি এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার শাফি মিয়া তার ছেলে রাফিকে নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্বরের মতিঝিল নামের পুকুরে গোসলে নামেন। এসময় হঠাৎ রাফি পানিতে তলিয়ে যায়। এলাকার লোকজন ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার পানিতে ডুবে শিশু রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।