Logo
×

Follow Us

জেলার খবর

যশোরে যুবককে পিটিয়ে হত্যা

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:০৮

যশোরে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

যশোরে আলমগীর হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালে আনার পর বেলা ৪ টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার দুপুরে দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে চুড়ামনকাটি এলাকার কাজির পুকুরে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আলমগীরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য আলমগীরের মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু করেছে। 

এ ঘটনায় যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অভিযান চলছে। এজাহার দিলে মামলা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫