Logo
×

Follow Us

জেলার খবর

ট্রলারডুবি: তিন রোহিঙ্গা নারীর মরদেহসহ জীবিত উদ্ধার ৪৫

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১৭:১০

ট্রলারডুবি: তিন রোহিঙ্গা নারীর মরদেহসহ জীবিত উদ্ধার ৪৫

ট্রলারডুবির ঘটনায় সাগর থেকে জীবিত উদ্ধার রোহিঙ্গাদের একাংশ। ছবি: সংগৃহীত।

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাকা থেকে ভেসে আসা মরদেহগুলো উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ।

এর আগে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে ৪৫ জনকে জীবিত উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। তাদের মধ্যে ৮ জন নারী রয়েছেন। ট্রলারটিতে ৮৫ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই ট্রলারটি ডুবে যায়। পরে জেলেদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় তাদের অনেককে জীবিত উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃতদের যাচাই-বাছাই চলছে। তাদের বেশিরভাগই রোহিঙ্গা। তারা বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। জেলেরা সাগরে ভাসমান মরদেহ দেখছে বলে জানিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫