Logo
×

Follow Us

জেলার খবর

গভীর রাতে বিএসএফের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১৪:৩০

গভীর রাতে বিএসএফের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

প্রতীকী ছবি

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) গভীর রাতে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি নামক সীমান্তে এ ঘটনা ঘটে। 

আহত দুই বাংলাদেশির নাম সুজন মিয়া ও আব্দুল মজিদ। 

সীমান্তের বাসিন্দারা জানায়, ওই সীমান্তের ৯৮৮ নম্বর সীমান্ত পিলারের ১ নম্বর সাব পিলার দিয়ে গভীর রাতে কয়েকজন চোরাকারবারি চোরাচালানের চেষ্টা করেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। ওই গুলিতে পার্শ্ববর্তী গ্রামের সুজন মিয়া ও আব্দুল মজিদ গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গীরা তাদের উদ্ধার করে রংপুরে নিয়ে যায়।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ঘটনাটি জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫