Logo
×

Follow Us

জেলার খবর

নরসিংদীতে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১৭:২৮

নরসিংদীতে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ। ছবি: নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে নিজ বসত ঘরে ঢুকে স্ত্রী সন্তানের সামনে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। 

গতকাল সোমবার রাত ৩টার দিকে জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মধ্য চরপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। 

নিহত অনিল চন্দ্র পাল (৫০) ওই এলাকার মৃত মনিদ্র চন্দ্র পালের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী গীতা রানী পাল। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল ঝড়ের রাতে খাবার শেষে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ে অনিল চন্দ্র পাল। হঠাৎ রাত তিনটার দিকে ঘরের ভেড়া ভেঙে মুখোশধারী এক দুর্বৃত্ত ভিতরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় অনিলকে এলোপাতাড়ি কুপাতে থাকে। একপর্যায়ে তার স্ত্রী গীতা রানী বাধা দিতে গেলে দুর্বৃত্ত তাকেও কুপাতে থাকে। পরে তাদের আত্মচিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসলে দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় অনিলকে নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। 

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর হত্যার রহস্য জানা যাবে।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫