কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৫:৫৪ পিএম
আপডেট: ০৩ নভেম্বর ২০২২, ০৮:১৩ পিএম
কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে গিয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে বলে চিকিৎসকের ধারণা।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে সৈকতের হাঁটুপানিতে হঠাৎ পড়ে অজ্ঞান হন ওই শিক্ষার্থী। সেখানকার লাইফগার্ড কর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আরিফ (২২)। আরিফ কুমিল্লার মুরাদনগর কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।
বিচকর্মী বেলাল হোছাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
বেলাল হোছাইন জানান, বুধবার বন্ধুর সাথে কক্সবাজার ভ্রমণে আসেন আরিফ। তারা দুইজন কলাতলীর সী-সান হোটেলে ওঠেন। বৃহস্পতিবার সৈকতের সী-গাল পয়েন্টে বেড়াতে গিয়ে হাঁটুপানিতে পড়ে হঠাৎ অজ্ঞান হন তিনি। লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছে। হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার মৃত্যু সমুদ্রসৈকত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh