Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ১৯:০৬

কক্সবাজারে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার

বাংলাদেশ পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান থেকে রোহিঙ্গা আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কক্সবাজারে পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল মাসের  ২২ অক্টোবর ১২ জন আসামিকে উখিয়া থেকে প্রিজনভ্যানে করে কক্সবাজার আদালতে পাঠানো হয়। রামু তুলাবাগান সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে অন্য এক আসামি পালিয়ে যান। পালিয়ে যাওয়া আসামি রোহিঙ্গা নাগরিক ছিলেন।

তিনি আরো জানান, ওই প্রিজনভ্যানে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে বর্তমানে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫