Logo
×

Follow Us

জেলার খবর

অটোরিকশার ধাক্কায় মায়ের সামনেই প্রাণ গেলো শিশুর

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ২০:০৭

অটোরিকশার ধাক্কায় মায়ের সামনেই প্রাণ গেলো শিশুর

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার নামে ছয় বছরের এক শিশু মায়ের সামনেই নিহত হয়েছেন। নিহত ফাতেমা তার মায়ের সাথে পর্যটন কেন্দ্র খোয়া সাগর দীঘির পাড়ে ঘুরতে গিয়েছিলেন। 

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার খোয়াসাগর দীঘির পশ্চিম পাশে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

ফাতেমা লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি তার মা ও খালার সাথে খোয়াসাগর দীঘিরপাড়ে বেড়াতে যান। পরে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গতির ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেন স্বজনরা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতাল আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫