গাইবান্ধায় বাসের ধাক্কায় নানি-নাতনি নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ১৮:৩০

প্রতীকী ছবি
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজারে ভাপা পিঠা খেতে এসে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নানি-নাতনি নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৭টার টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার পলাশবাড়ী উপজেলার ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।
স্থানীয়রা জানান, নিহত ছাবিনা বেগম স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নাতনি টিয়া মনির সাথে তুলসীঘাটে আসে সাবিনা বেগম। এসময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের এক পড় থেকে অপর পাড়ে যাচ্ছিলেন শিশু টিয়া। তাকে বাঁচাতে পিছনে দৌঁড় দেন শিশুটির নানি সাবিনা বেগম। এসময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম বাসচাপায় নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।