Logo
×

Follow Us

জেলার খবর

দৌলতপুরে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১৭:৫৯

দৌলতপুরে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

ইয়াবাসহ আটককৃত ভারতীয় নাগরিক জিল্লার মণ্ডল হিটলার। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী চরচিলমারী এলাকা থেকে জিল্লার মণ্ডল হিটলার (৩৪) নামে এক ভারতীয় নাগরিককে ইয়াবাসহ আটক করেছে বিজিবি।

গতকাল বুধবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের একটি দল তাকে আটক করে।

আটক হিটলার ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার রায়পাড়া এলাকার সামাদ মণ্ডলের ছেলে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, চরচিলমারী বিওপির সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর এলাকায় মাদক বিরোধী ও চোরাচালান রোধে অভিযান চালায় বিজিবি। অভিযানে ১৯০টি ইয়াবা বড়ি ও ১০০ রুপিসহ হিটলারকে আটক করা হয়।  

এ ঘটনায় মামলা দিয়ে জব্দ করা ইয়াবা ও রুপিসহ আটক হিটলারকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫