রাজশাহীতে অগ্নিকাণ্ডে পুড়লো ৫ প্রাইভেটকার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ১৫:৫১

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহুতল ভবন। ছবি: রাজশাহী প্রতিনিধি
রাজশাহী নগরীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে ওই ভবনে থাকা পাঁচটি গাড়ি পুড়ে যায়।
আজ শুক্রবার (২৫ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে রাজশাহী নগরীর বরেন্দ্র কলেজ সংলগ্ন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম জানান, ওই কার সার্ভিসিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ওই সেন্টারে আগুনে লেগে ৫টি কার পুড়ে গেছে। পরে সেখান থেকে পাশের ১০ তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
এতে ভবনটির ২য় তলায় থাকা একটি রেস্টুরেন্ট পুড়ে যায়। এছাড়া আবাসিক ফ্ল্যাট গুলোতে তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় একজন আগুনের ধোঁয়ায় অসুস্থ হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, খবর পাওয়া মাত্রই ভোর ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।