বেনাপোলের পুটখালী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে পুটখালী সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালানসহ তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত আজিজুরের ছেলে হাফিজুর রহমান (৩৪) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২১)।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল পুটখালী এলাকায় অবস্থান করেন। এসময় সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে থামতে বলা হলে তারা মোটরসাইকেল না থামিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি করে ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। অপর অভিযানে একই জায়গায় থেকে স্বর্ণ পাচারকারী দলের আরো দুই সদস্যের মোটরসাইকেল গতিরোধ করা হয়। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ২টি স্বর্ণের বারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান জানান, আটক দুই স্বর্ণ পাচারকারী বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh