Logo
×

Follow Us

জেলার খবর

ভোলায় ৯০০ টন জ্বালানি নিয়ে ডুবল জাহাজ

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৪

ভোলায় ৯০০ টন জ্বালানি নিয়ে ডুবল জাহাজ

মেঘনা নদীর তুলাতুলি এলাকায় সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। ছবি: ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীর তুলাতুলি এলাকায় সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এসময় জাহাজের ১৩ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

আজ রবিবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জাহাজ ডুবিতে তেলসহ অন্তত ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উদ্ধার হওয়া জাহাজের ক্রুরা জানান, গতকাল শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল নিয়ে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশ্যে রওনা হয়। রবিবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর তুলাতুলি এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি জাহাজ এসে ধাক্কা দেয়। এতে সাগর নন্দিনির ইঞ্জিন রুমের একটি অংশ ছিঁদ্র হয়ে পানি ডুকে যায়। এসময় ক্রুদের চিৎকারে পাশে থাকা একটি বল্কহেড তাদের সবাইকে জীবিত উদ্ধার করে।

এসময় ডুবে যাওয়া জাহাজের বেশ কিছু তেল স্থানীয় জেলেরা নিয়ে গেছে বলে জানিয়েছেন তারা।

এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে তারা সকালের দিকে ঘটনাস্থলে একটি দল পাঠায়। স্থানীয় জেলেরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চলে যান। জাহাজটিকে উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫