Logo
×

Follow Us

জেলার খবর

কুষ্টিয়ায় কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে জরিমানা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ২১:৩৭

কুষ্টিয়ায় কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে এস্কেভেটর (ভেকু) দিয়ে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে মুহাম্মদ মিনারুল ইসলাম নামে একজনকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কালিগাঙ্গীর মাঠে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা আক্তার।

এসময় তিনি জানান, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কালিগাঙ্গীর মাঠে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে এস্কেভেটর (ভেকু) দিয়ে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে মুহাম্মদ মিনারুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

অভিযানে ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যরা এই অভিযানে সহযোগিতা করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫