কুষ্টিয়ায় বশিরুল আলম চাঁদসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক বশিরুল আলম চাঁদ, কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব খান খোকন, জেলা ছাত্রদলের কর্মী শফি মির্জা, জাহিদ ইকবাল শুভ, রাকিবুল হাসান রিংকু ও রশিদুজ্জামান অন্তর। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের পরিচয় নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এদিকে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh