বাগেরহাটে বাসের ধাক্কায় মনোয়ারা বেগম (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের বরকতিয়া পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামের খোকন মল্লিকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী জাফর গাজী বলেন, খোকন মল্লিক তার স্ত্রী ও ছেলে রুবেল মল্লিককে শহর থেকে বাড়িতে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি বাস খোকন মল্লিকের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা বেগম মারা যান।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বাগেরহাট সড়ক দুর্ঘটনা নিহত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh