বরিশাল নগরীতে জেলা সদর নৌ পুলিশের অভিযানে ৪৫ মণ জাটকা মাছ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার মো. দীন-ই-আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নৌ-পুলিশ জানিয়েছে, নগরীর আমতলার মোড় পানির ট্যাংক সংলগ্ন কালু খান সড়কের সম্মুখে চেকপোস্ট বসায় নৌ-পুলিশ। এ সময় ইমরান ট্রাভেলসের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৪৫ মণ জাটকা মাছ জব্দ করা হয়।
পরে গতকাল বিকালে জব্দকৃত জাটকা মাছ যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন এতিমখানা ও অসহায় এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ সময় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh