৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ১১:৩৫
-63b7b327abc7a.jpg)
ফেরি। ছবি: ফাইল
তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসার পর আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৮টা ২০ মিনিট থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।