Logo
×

Follow Us

জেলার খবর

একসাথে ছয় বাচ্চা প্রসব করল ছাগী

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ২১:৫০

একসাথে ছয় বাচ্চা প্রসব করল ছাগী

একসাথে প্রসব করা ছাগীর ছয় বাচ্চা। ছবি: প্রতিবেদক

রাজশাহীর পুঠিয়ায় এক টিন মিস্ত্রির বাড়িতে এক ছাগী ছয়টি বাচ্চা প্রসব করেছে। এতে তার ঘরের সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পুঠিয়া সদরের গণ্ডগোহালী গ্রামের টিন মিস্ত্রি হানিফ আলীর ছাগী এক সাথে ছয়টি বাচ্চা প্রসব করে।

হানিফ জানান, অভাবের সংসার তার। ঘরে টিন লাগানোর কাজ করেন তিনি। তার স্ত্রী একটি ছাগী পালন করে। বৃহস্পতিবার ওই ছাগী ছয়টি বাচ্চা প্রসব করেছে। এর মাঝে তিনটি ছাগল ও তিনটি ছাগীর বাচ্চা হয়েছে।

হানিফের স্ত্রী আমেনা বলেন, আমাদের দুই ছেলে মেয়ে। সংসারের কাজের পাশাপাশি ছাগীটি লালনপালন করেন তিনি। ছাগীটি দেশীয় জাতের। একসাথে ছয়টি বাচ্চা দেয়ার খবর শুনে অনেকেই দেখতে আসছে। আর আমরাও খুব খুশি হয়েছি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫